Print

নবারুণ

অরুণ মানে সূর্য নতুন; অরুণোদয়; রবি,
এক পৃথিবীর সূর্য-তো এক, অনেক প্রতিচ্ছবি
সূর্য যেমন আলোক ছড়ায়, রক্তিম উত্তাপ,
সূর্যালোকে হার মেনে নেয় অন্ধকারের পাপ।

সূর্য ওঠে, সূর্য ফোটে, মানুষ ভাঙে ঘুম
হিমশীতলের পৃথিবীতে সূর্য-সেবার উম-
প্রকৃতিকে বাস উপযোগ পুকুর নদীর জল
টেনে নিয়ে সূর্য গড়ে মেঘের মহাদল,
বৃষ্টি নামায়, শান্তি ঝরায়, কৃষির সেবায় রোদ
মহাসেবক সূর্য এসে চায়নি দয়ার শোধ।
এক পৃথিবী, তাবৎ মানুষ সবাই ঋণী প্রাণ,
সূর্য কেবল দিয়েই গেলো, নেয় না প্রতিদান।

সূর্য হলো সাহসিকা, সেবার রাজা, সেরা
অরুণ-রবি সূর্য থেকে শিখছে মানুষেরা,
নতুন মানুষ, শিশু-কিশোর, কচি তরুণ যুব
নব নব অরুণ যেন আলোকজ্জল ধ্রুব,
ছড়িয়ে দিতে সেবক-আলো, দেখিয়ে দিতে গুণ
বিনিময়ে চায়না কিছুই কিশোর নবারুণ।

অরুণ মানে সূর্য নতুন, লাল সারথির রবি
নবারুণের সব কচিমুখ সুর্য-প্রতিচ্ছবি।