Print

পরিবহণ পদ্য নৌকা এখন...

গুণ টানা বা পাল টানা
তীর টানা বা খাল টানা,
টানাটানির দিনতো গ্যালো
ক’জন বলো চিনতো শ্যালো?
নৌকা এখন ভটভটিতে
শ্যালো ইঞ্জিন ঝটপটিতে
চলছে জলের পারাপার
হচ্ছে বদল ধারা আর
থাক বা না থাক রঙিন পাল
নৌকা এখন ডিজিটাল!