Print

অকস্মাৎ অদম্য সাহস

বেয়াদবি করেছেন তাই
আপনার শাস্তির মহড়া নিয়ে ব্যস্ত ডাকাতেরা,
হাত থেকে পাঁচ আঙুলের একটি বাদামী কব্জি,
চোখের কোটর থেকে যে কোন একটি মণি
    এক্ষুণি দুরিত ডাকাতেরা খুলে নেবে,
অস্ত্র আর মেজাজ সানানো রুদ্রমূর্তি
তবে একটি চিকন অপসন রাখা আছে
আপনি সিদ্ধান্ত দিন কোন চোখটিকে দেবেন আর
    কোন কব্জিটিকে কবজ করার কথা বলবেন,
ডান না বাঁয়ের, গুণাগুণ বিচারের,
এর সাথে ওর তুল্যমূল্য যাচনের মিনিট মুহূর্ত নেই,
দুর্ঘোষ দুর্মর ডাকাতেরা প্রশ্ন ছেড়েছে একটাই
    ডান না বাঁয়ের? দক্ষিণ না উত্তরের...

অগ্নিজ্বলা চোখে না তাকিয়ে একি
করুণার হাসিতে সে এক অত্যাশ্চর্য নিজস্ব উত্তর
বললেন শরীরের চোখ-কব্জি যিনি বানালেন, সেই
      কারিগরের নিকট থেকেই জেনে নিন কোনটা নেবেন!
আমিতো মানুষ দেহের পাহারাদার,
নিরাভরণে আমারও অস্ত্র আছে
একটি বোধের বাক্সে, আরেকটি ঝুলছে বুকে
    নাম তার অদম্য সাহস, হয়তোবা
চোখ আর কব্জিকে সুরক্ষা দিতে একাই একশো।