অন্যের আলোয় জ্বলা ক্ষমতার অন্ধকার
উৎপাদন খামার অথবা কারখানা ধ্বসে গেলে
দোকান বা বিপণন কেন্দ্র খোলা রেখে বলুন কি লাভ?
সংসদ ভবনে আশি শতাংশ বাণিজ্য-বাহাদুর,
গণতন্ত্র বিকিকিনির সওদা হলে
সংবিধানের ধারায় ধারায় জমে ক্ষমতার ছলাকলা হালখাতা।
ইতিহাসের আগুনে কিভাবে জ্বালাই সমাজতন্ত্রের মোমবাতি!
গণতন্ত্র তার সূর্যরোদ নিয়ে জলবায়ু উষ্ণতায়
কখনো শৈত্যপ্রবাহে কাবু,
আর নাগরিক! জঙ্গিবাদ, ইবোলার চেয়ে
অধিক আক্রান্ত গুম-খুন সুশাসন ও সুনির্বাচনহীনতায়।
শ্বাসরোধে কালোরা মরছে বলে আবার ফুঁসছে
বর্ণবাদে বিপন্ন মিছিল।
সংসার ভেঙে গেলে নারীরা অধিক সাজে
একাধিক আলোর সন্ধানে,
রাজারাও গণতন্ত্রে ব্যর্থ হলে সাজায় সমাজ।
উদার উন্নয়নের সাজঘর,
পল্লীশ্রীর হাট-ঘাটগুলো দিনে দিনে দোকান-বাজার,
তোলা তোলার হিড়িক পাশে
ব্যালটের মালিকদের স্বজন সাজানোর কৌশল-উৎসব।
জনতার সাথে ক্ষমতার এতো আকাশ-পাতাল!
আবার ক্ষমতা কাঁদে অক্ষমতার পরাকাষ্ঠায়।
প্রযুক্তি প্রধান রাজনীতি আত্মাকে হারায়।
রিমোট কন্ট্রোল প্রভু-নেপথ্যে তাড়ায়!
হাসিমুখ অথচ ক্রন্দনরত মেঘে ঢাকা রোদ,
অন্যের আলোয় জ্বলা ক্ষমতার অধিকার,
রাজনীতিও স্ব-নীতি ভুলে স্ব-ভূমে দাঁড়ায়।
দোকান দোকান খেলা, অধিকেরা ভাড়ায় ভাড়ায়...