ওড়না হারানো দেশে
ওড়না হারানো দেশে
নারীরা সাহসী হয়, হোক
বুকে বুকে পাহাড়ী সাহস
দেখে যাও উদোম আকাশ অপলক।
পাহাড়ে আহার শেষে,
খিদে তার তালিকা বাড়ায় যদি
দেখার তৃষ্ণায় খোঁজে জল,অ্রদেখা সুড়ঙ্গ-নদী।
চোখের খনন দিয়ে দেহের লবন চাটে পর্যটক,
বৃক্ষের সবুজ ঝেড়ে ফেলা উল্লাসী পাহাড়
ঝর্ণাকে দেখায় নগ্ন আয়োজনে, বীরাসনে
শিরশিরে নাভীমূল ছোয়া নিুভূমির বাহার,
সুরক্ষিত হ্রদ, প্রমোদের জ্যোৎনালোক।
লোভে থেকে ক্ষোভ
ক্ষোভ থেকে রোগ-
চোখের তারায় নাচে নেশা-উপভোগ।
পাহাড়ের পাদদেশে সানানো সম্ভোগ!
ফুঁসে ওঠে আকস্মিক আগ্নেয়গিরির কোপানল,
জিঘাংসা পূরৃষ যেন লোলুপ রাসপুটিন
ওড়না হারানো পাহাড়ের গলদেশে, ত্রিকোণ উতলে
পিতল রঙের চুমুতে বিভোর,
ভূতল উপুড় করে ঢালে কৌমার্য অনল।
এভাবেই লোভেরা বিপদ ডাকে।
বোঝাবো সম্ভ্রম ব্যাকরণ কাকে!
সংযমের সতত সমন কাকে দেবো-
লোভের পুরুষ চোখ নাকি বেগানা নারীকে
নাকি সলজ্জ আঁচলহারা পলায়নপরা ওড়নাকে ?