পিপলএনটেক- প্রতিষ্ঠান সঙ্গীত
পিপলএনটেক, আহা জীবনের গতিবেগ
প্রযুক্তিতে প্রশিক্ষা আর গর্বের অভিষেক।
জ্ঞানে-ধ্যানে-প্রাণে হাতে-বিজ্ঞানে
সাফল্যে খোঁজা জীবনের মানে
বিশাল আয়ের পেশাজীবী মুখ,
কেটে গেছে উদ্বেগ
পিপলএনটেক, আহা জীবনের গতিবেগ।
পিপল মানে মহান মানুষ, টেকনিক্যালের যুগ,
স্বল্প শ্রমেই অধিক আয়ের সংসার ভরা সুখ।
সোনার হরিণ হাতে এনে দিতে প্রথমে প্রশিক্ষণ
মূলধারা মাঝে পেশাজীবী দিন প্রতিজন প্রতি-ক্ষণ।
ভুল কাজ ছেড়ে মূল কাজে যেতে
হাতে হাতে হ্যান্ডশেক,
পিপলএনটেক, আহা জীবনের গতিবেগ।
মানুষ দাঁড়ালে দেশ-মাটি-পরিজন
সেবায়-প্রভায় আলোকিত বন্ধন,
মানুষ গড়ার আঙিনা বা ক্যাম্পাস,
লাখো প্রিয়মুখ, খুঁজে পেলো সেরা কাজ।
প্রবাসের প্রেম স্বজনে ছড়ালে
ইতিহাসে উল্লেখ,
পিপলএনটেক, আহা জীবনের গতিবেগ।