Print

শ-দিয়ে হয় শামীম আজাদ

শ- দিয়ে হয় শিক্ষক আর
স- তে সাংবাদিক,
স- দিয়ে সু-সুন্দরী আর
স- এ সাহিত্যিক।

স- দিয়ে ফের সব্যসাচী
প্রবাস জীবন বিলেত,
পৈতৃকবাস বাংলাদেশের
পূণ্যভূমি সিলেট।

স- দিয়ে ঠিক সু-লেখিকা
কলমে সংগ্রাম,
শ- দিয়ে হয় শামীম আজাদ
গর্বে ভরা নাম।