পলকে পদ্য
এক #
আদর মাখাতে দু’ঠোঁট রয়েছে;
কামড়ের কাজে দাঁত,
মোকাবেলা করি ভালোবাসা আর
কুপোকাৎ, সংঘাত।
দুই #
জানালাও খুলি পর্দাও তুলি
দরজা খুলিনি, থাক
পরকীয়া প্রেম ঘরকি-য়া নয়,
হাওয়াতেই ঘুরপাক!
তিন #
পোশাকে যদি না সমঝোতা হয়
প্রেম পরিণয়ে কতোদূর?
শাড়িমনহীন আধুনিকাদের
রূপ-গুণ যেন কর্পুর।
চার #
পুরুষেরা সব ডেস্কটপ যেন,
ল্যাপটপ তুলো-নারী,
পৃথকে পৃথকে প্রাণময় হলে
বিষয়টি শংকার-ই।
পাঁচ #
তিনভাগ জল এক ভাগ ভূমি
এইতো মানব পাড়া,
নিরানন্দের তিন ঘুড়ি শোকে
এক ঘুড়ি দেবে সাড়া।
ছয় #
এক পা স্বদেশ, এক পা প্রবাস
পায়ের জোড়া-টা কাঁদে,
জন্ম-মৃত্যু পুনর্জন্ম...
জীবন পুরোটা ফাঁদে...