পর্দা বেপর্দা ও অন্ধকার
জানালার পর্দাগুলো যেন
শরীরের অন্তর্বাস,
উজ্জ্বল আলোর জন্যে পর্দাকে সরানো
আবার বিন্যস্ত করে সযত্নে ভেজিয়ে দেয়া।
খোলা-দোলার উৎসব খেলে অন্তর্বাস,
শরীরের পর্দা খুলে
অনন্ত খুঁজতে থাকা ভেতরের আলো।
মানব-বেপর্দা দেখে আহা পর্দাদেরও
চিত্তচোর চমকালো!
কোথায় হারালো অন্ধকার, অবিনাশ!
শরীরে মাতম এলে সব লোমকূপ
জ্বল জ্বল আলোবাতি, জমকালো
নগ্নতার ডাকাতিতে বিবেক কি ধমকালো?