প্রেম
গেঞ্জি লুঙ্গি প্যান্টি বা মোজার চেয়ে
আপন কে আর ?
একান্তই আপনার-
অথচ তাদেরও ছাড়তে হয় বারংবার,
বিবেক গেয়েছেঃরীতিটাই পাল্টাবার
শুধু কোন্ ফাঁকে শরীরে আকড়েঁ থাকে
একটি যুবক আর তার
প্রিয় মুখ মেম...
শেমিজের ঘামে ঘামে
নিকষিত হেম,
অদ্ভুত পোশাক তুমি
চিরলগু প্রেম!