Print

প্রেমপদ্য

ঘোমটা খোলো,
মোমটা জ্বালো চোখের,
নেলপলিশের প্রদর্শনী নোখের
অতশী কাঁচ ফেলবো অবয়বে
জ্যোতিষ হয়ে যাচাই করে দেখি
সত্যি তুমি আমার আপন হবে ?

না হয় যদি না হোক,
ডাক পিয়নের নীল তালিকার নাম
হবো না হয় ব্যর্থ পত্রবাহক !