প্রবাসে রংপুর
আইসো বাহে রংপুরিয়া
পিকনিক করির যাই,
সাজা-পাড়ায় গান বাজনায়
পাক করিয়া খাই ।
সানকি কোঠে থালা কোঠে,
সোলার গেলাস থাল,
পেট ভরেয়া খায়া কছে
তরকাই এতো ঝাল ?
ঝালও আছে মিঠাই আছে
কাহো খাছে ফাও
জমিদারী ভাব ধরিয়া
ভান-কিছিমের আও।
আমির ফকির এইঠে সগায়
গলায় গলায় ভাব,
এক নদীতে সাঁতার-পহর
এক চেতনায় ঝাপ
বনের ভিতর মন-মজেয়া
জগত গড়ি ভিন্ ,
কোনঠে গিয়া পাবেন বাহে
এমন মজার দিন
বালিশ খেলা, শিশুর মেলা
র্যাফেল ড্র আর
গল্প-গুজব ভাব বিনিময়
ঈদ-মেলা কারবার।
ফটোক তোলার হিড়িক বাহে
এইঠে ওইঠে ক্লিক
মেলার বেলা ভাটিত পড়িল্
সাঙগ যে পিকনিক।
প্রীতি কুড়াই, স্মুতি ক–ড়াই,
আবার বাড়ি, দূর,
বছর ঘুরি মিলিমো ফের
প্রবাসে রংপুর !