জীবনের ক্যাম্পাস- প্রতিষ্ঠান পদ্য
‘পিপল্ এন টেক’-কে নিবেদিত
‘পিপল্ এন টেক’ মানে হাসে জীবনের ক্যাম্পাস,
জয় করে নিলো হাসিময় দিন, পেশাজীবী প্রাণ আজ।
সূর্যের হাসি হাসতেই হবে
প্রযুক্তি ঢেউ ভাসতেই হবে,
জুজু ভয় নেই অসম্ভবের তালা
হাতে হাতে চাবি, কর্মের ডালপালা,
ওপরে সূর্য মহা-প্রযুক্তি, আলোকিত ত্রাণ কাজ
‘পিপল্ এন টেক’ মানে হাসে জীবনের ক্যাম্পাস।
‘পিপল্ এন টেক’ আহা ‘পিপল্ এন টেক’,
মানুষ এবং টেকনিক্যালে হ্যান্ডশেক, অভিষেক।
প্রযুক্তি জ্ঞান, জীবন ও মান দক্ষ সচল রাখা,
অধিক আয়ে শহর গাঁয়ে সেবায় অটল থাকা।
অভিজ্ঞতায় দীর্ঘ সময়, আর নয় ধীরে বেগ
প্রশিক্ষণেই পুরো জয় আহা ‘পিপল্ এন টেক’।
পেশাজীবনের ভুল ধারাগুলো
খুঁজে পেলো প্রাণ মূলধারাগুলো
পৃথিবী কাঁপানো দফতর-ঘরে
বাদামী মানুষ আছে থরে থরে
স্বদেশে-বিদেশে উন্নত দেশে বাংলার ঘ্রাণ, সাজ,
‘পিপল্ এন টেক’ মানে হাসে জীবনের ক্যাম্পাস।
মানুষ গড়ার আঙিনা গড়েছে, জ্ঞানে
পৃথিবী গড়ার গুমর ধরেছে ধ্যানে,
শিক্ষার সাথে সেতুবন্ধন সুর
প্রযুক্তি-ছোঁয়া জীবন কী সুমধুর !
সাধারণ থেকে উত্তরণের নাম ও সুনাম আজ
‘পিপল্ এন টেক’ মানে হাসে জীবনের ক্যাম্পাস।
বয়েসের কোন সিঁড়ি-বাঁধা নেই,
বিভেদ দেয়াল কালো-সাদা নেই
উজ্জ্বলতায় উচ্ছ্বলতার মেলা,
রংধনু মন, বিজয় ধরার খেলা
সফলতা যার বুক-পিঠে লেখা কীর্তির নাম কাজ,
‘পিপল্ এন টেক’ মানে হাসে জীবনের ক্যাম্পাস।