Print

রাজ-সৌন্দর্য

বৃষ্টি বাদল  দিনে
নতুন ছাতা কিনে
ঘুরতে ভালোবাসি,
তবুও ফিরি ঘরে
শরীর কাবু জ্বরে
গলায় ওঠে কাশি।
হালকা কাঁপন জাগে
ফাঁপর ফাঁপর লাগে
হঠাৎ এ কি কানে
এবং হৃদয় প্রাণে
বৃষ্টি ঝরো ঝরো
আওয়াজ মধুরতর ...
দেহের ব্যথা ভাগে,
সুরের অনুরাগে।
নামছে কণা কণা
দারুণ সে আনমনা
নামছে টিনের চালে
ত্রিতাল সুরের তালে,
কি যে ঠাঁটের ভাঁজ
বাজলো কি এস্রাজ ?
টিনের চালের বৃষ্টি-সেতো
শ্রেষ্ঠ কারুকাজ,
বাংলাদেশের বর্ষা ঋতু
সৌন্দর্যের রাজ !