Print

রাষ্ট্র সুস্থ নেতা কি অসুস্থ?

কারা সুস্থ কারা যে অসুস্থ
খুলে বলো নিয়তি চিকিৎসক।
আয়ুর্বেদী চিকিৎসা হঠাৎ ডিজিটাল সুবিধার
           অন্ধিসন্ধি ধরে সাজে শল্যপ্যোথি অ্যালোপ্যোথি
নির্বাচনের শরীরে জ্বর, লুকিয়েছে দেহ
            তৃতীয় বিশ্বের অ-নিরপেক্ষ চাদরে,
ইবোলার ভয়ে গণতন্ত্র বসিয়েছে সশস্ত্র পাহারা,
গুম-খুন-চাঁদাবাজ লজ্জা পেয়েছে ভোটের হাইজ্যাক দেখে।
খুশিও হয়েছে এটুকু জেনে যে
‘তোমাকেই খুঁজছে’ তোমার দেশ,
ফাঁসির উৎসবে মেতে ওঠা কসাই স্বদেশ...
ধর্মদ্রোহী মন্ত্রী হাটঘাট চুরি শেষে হারালেন হানিমুনে
শীর্ষনেতার নিখোঁজ হত্যাকারী যেন ফাঁকির ফেরার
কাঁদছে রাষ্ট্রের শীর্ষ-আবাসন, ‘ওল্ডহোম’ আর নয়
        তুমুল তাগদে তেতে গোল্ডহোম হবে সুনিশ্চয় !
রাষ্ট্র সুস্থ তবে নেতা কি অসুস্থ?
দূর হ দুর্গতি, দুর্নীতি দিল্লী কি দূর হস্ত !