Print

হৃদয়াকাশ বনাম দূরাকাশ

রাখাল পোশাক ছেড়েছে মানুষ পাল।
গতকাল গেছে ভালো।
নদী  আর নেই বুকে বুকে উত্তাল।
জিরানো জীবন, বাঁশি সুরে চমকালো

উচুঁতলা গৃহে বাস,
ঘাস আর চাষ বিজ্ঞানে নিবেদিত।
ভুমিকম্পের  হঠাৎ পূর্বাভাস
প্রহরীর বাঁশি, নিযুত নগরী নাগরিক শংকিত।

পাহাড়ের ধ্বসে ভূমিমুখো  দিন নিয়তি নিয়ন্ত্রিত।

ইটবাড়ি ছেড়ে ভূমিতে মানুষ হাঁকে,
আকাশের পাড়া, আরোগ্যালয়, ডাকে
নীলের ভিতরে কালো  সাদা মেঘে প্রীত
 বুকে শুন্যতা আকাশ কি ভরে দিতো ?

মনের বেলুনে শুন্যতা রোধেÑআকাশের দম ভালো।
      চাঁদ-রামধেনু তারকা বিশাখা গ্রহরাজি মম. . . .
মনা’কাশটিকে নীলা’কাশ টেনে শুকরিয়া সমঝালো।