Print

রোদ সত্বায়

কবিতায় আমি কতোদূর যাবো?
গদ্যে সমুদ্দুর,
জলজ না হয়ে কবিতা আমার
রোদ্দুর রোদ্দুর।
ভাসমান মেঘ, চলমান জল
বাঁধ বা পুকুরে ফটক,
রোদ্দুরই তার ওড়া সত্বার
বাষ্পের অনুঘটক।    

জল সুকোমল জল অজগর
রহস্যরূপ দেবী,
মানুষ হয়েছে জল-সৈনিক
সুবেশী নায়ক-নেভী ।
নায়িকাও আছে গায়িকাও আছে
জল ডুবুরীর ঘোরে,
রৌদ্র উনুন জল দেবীকেও
নিয়েছে আপন করে।
জল ভাজা ভাজা রোদের তাওয়াতে
কুড় মুড় ভাজা স্বাদে,
রোদ-সঙ্গমে  বর্ষাতী মেঘ
শীৎকার সুরে কাঁদে ।

দাপুটে সূর্য মহানায়কের
সুনেত্রে মহা পাতা -
সেই রোদ্দুর ; আলো ক্যানভাস,
আমার কবিতা খাতা ।