রঙের রিনিউ
ইয়র্ক কলেজে এসো।
কালোদের সাথে বাদামী বাঙালি
সাদা সপ্রাণ, মেশো।
এক দেহে লীন একশত দেশ
মানুষ গড়ার মহা আঙিনায়
এক বায়ু জলে পাঠ সমাবেশ।
উদারতা নামে উদ্যান আছে
ক্যাফের কফিতে চুমু পান আছে,
সিনেপ্লেক্স আছে পাশ ফেরা পথে,
পনের সিনেমা, কতো কিছু কাছে।
যতোকিছু আছে, থাক
সাবওয়ে ধরে আমি গিয়ে হতবাক।
কালোদের পাড়া পুরো পাশ ধরে
মিনি আফ্রিকা, হাঁস ফাঁস করে
অধিবাসগুলো অবিরাম খালি
ঘরে ঘরে ঢোকে প্রবাস বাঙালি
মিশ্র বসত, হাত ধরা হাসি হেসো,
ইয়র্ক কলেজে এসো।
নিউইয়কেরর্ জ্যামাইকা ভিউ
কেনাকাটা ঢল, রঙের রিনিউ,
সাদাকালো মেঘে ভেসো
ইয়র্ক কলেজে এসো।