Print

সাগরে পাহাড় আমি

সাগরে লুকিয়ে আছি পাহাড়ের পাড়া
হিমালয় চুড়ো নই, পতাকা ওড়াবে
ফুরোলে ভূমির ভোগ, সমাজ ষন্ডারা
খনিজ-খনন লোভে আমাকে পোড়াবে।

দীঘল প্রতিভা তবে প্রকাশ খুঁজিনা
তরঙ্গতলে মুখ, জলপুরাতন,
হঠাৎ গজালে টিলা তোয়াজ বুঝিনা
জলেই লুকিয়ে রাখি প্রতিভাত মন।

পৃথিবীতে এতো ভ্রম, জলবায়ু ঘাম
খ্যাতির পাহাড় কাঁদে, চাঁদ ছোঁয়া তাড়া
যখন ফুরোবে প্রেম, বালির সুনাম
সাগরে সাহস দেবে পাহাড়ের পাড়া।