শহীদ কাদরী
বুদ্ধদেবের হাত ধরে যারা মধ্যমাঠের কবি
বিশ্ববাদের খেলোয়াড় হয়ে বলকে রেখেছে বশে
শব্দের সাপ জব্দ করেছে, সাপুঁড়ের নাম যশে
কবিতা চুমুক জন ঠোঁটে আজ, পৌছাঁলো জাহ্নবী . . .
নারী ও নীরা’য় নিভৃতি সুখ, সুকৃতি চলমান
অভিবাদনের প্রিয়তমা দিন, শরীর আগলে রাখা,
ডায়ালোসিসের কানা ক্রন্দন, ময়ূরের আন চান
শরীর রুদ্ধ, গমন যুদ্ধ, দু’পায়ে ভৃত্য চাকা।
জীবন চাকায় খেলা আর ব্যাধি, উত্তর-অধিকার
বিউটি বোর্ডিং, আড্ডার পাখি লন্ডনে জার্মানে
বস্টনে মায় নিউইয়র্কেও পথ্য দিয়েছে ধার,
কবিতায় এতো শক্তি তামাশা, জার এসে হার মানে।
বঙ্গের থেকে প্রবাসিত মাঠে মননের লাঠি-বাতি,
কবিতা বিহারে শহীদ কাদরী জিতেছেন সুখ্যাতি।