Print

শাহ মাদারের মাদারীপুর

সংগঠনে আনতে হলে
নতুন গতিবেগ
পালাবদল, নতুন নেতা
নতুন অভিষেক
আয়োজনে অনুষ্ঠানে
শুভ শুভ ভাব
আজ এখানে
 কেউ দেশেনি আনন্দ অভাব. . .
 উচ্ছ্বসিত  উল্লসিত
 দেশ কি বহুদূর ?
প্রবাসে আজ সমবেত  
 সেই মাদারীপুর
শাহ মাদারের পূণ্যভূমি
রাজৈর বা শিবচর,
কালকিনী বা সদও নিয়ে
স্মৃতিতে নির্ভর
 ঐক্য পণে এগিয়ে চলা
 বোশেখ দিলো সুর
সবার মাঝেই থাকবে বেঁচে এই মাদারীপুর
 ধন-ধান্যে পুষ্প ভরা
পদ্মা নিকট নদী
এই যে বিশাল নদীর বুকে
  সেতু হতো যদি,
  বাড়তো অনেক সেতুবন্ধন,
উন্নয়নের চাবি
অভিষেকে জানিয়ে গেলাম
পদ্মা সেতুর দাবি।
সব বাঙালির, সব প্রবাসীর
 হৃদয় যে ভরপুর,
স্বদেশ-প্রবাস সবার প্রিয় এই মাদারীপুর।