শিক্ষা সাহস
আমিও পড়ি তুমিও পড়ো
পড়ছে কি বই সবাই?
পড়ার সময় নষ্ট তো নয়,
সময়কে নয় জবাই।
আমিও পড়ি তুমিও পড়ো
সুযোগ আছে পড়ার,
অর্থ এবং বিত্ত দিয়ে
জীবন যেন গড়ার।
আমিও পড়ি তুমিও পড়ো
ছাত্রজীবন সরব,
সব শিশু কি পাচ্ছে সুযোগ
মানুষ হওয়ার গরব!
বই-খাতা-ব্যাগ কলম কোথায়
কম্পিউটার নেই,
আমিও পড়ি তুমিও পড়ো,
তাকেও খানিক দেই
কাজ করা সব বন্ধু কিশোর
শিক্ষা সাহস পেলে,
সবাই মিলেই পড়ি-গড়ি,
সমাজ সাজাই ঢেলে।