Print

শীর্ষ বিরোধে পুড়ি

আমার ঘরে বিরোধ ঢোকে জাতীয় ঘরের আলোয়,
খুন রাঙানো অভিভাবক মুখ-কে রাঙায় কালোয়।
মাননীয় স্পিকারের প্রতিই ওুলিং জারি
শীর্ষ বিরোধ কি রোধ হলো ? জনতা সংসারী. . .
ঘর বেঁধেছি সমঝোতার, চাল-চুলো সুখ ভাতে,
শীর্ষদেরই দায় দেবো ঠিক ঘর গেলে সংঘাতে!