Print

সমুদ্র ও মানুষ

সাগর খুব জানে জড়াতে দেহ মন
উদারে সাগরীয়, বলো তো কে এমন!
এমন উদারের উদর ভয়াবহ
কতো যে ক্ষিদে তার জেনেছো তো আবহ
ধ্বনিতে মগ্নতা বাতাসে নেশা মালা
দুঃপায়ে পেলবতা, বালিতে মেশা তালা,
জলের জাল দেখো জুড়োবে দেহ মন
সাগরই পুরো পারে, বলো তো কে এমন !

সবিতো শিকারের প্রাণিত ফলমূল
শানিত ঢেউ-এর আনীত জল-ফুল
উদার সাগরের দুধার দেখা নেই -
তালিকা বাঁচা-মরা, সাগরে লেখা নেই
ঢেউকে কেউ বলে সাগর সন্ত্রাস
নিয়তি এমনই ডাকাতি মন-ত্রাস
গলাধঃ করণের উদার নীতিমালা,
উজানে বুকে টানে ভাটিতে ভীতিমালা।

সাগরে মন গেলে ধরি তো ধারাপাত,
সুখের প্রাথমিকে সাঁতারে সারা হাত
খানিক অবসাদে...দেহকে ঠেলি তীরে,
সাগর ক্রুর হাসে, সহজে গেলি ফিরে -
ঢেউতো ঢোক গেলে-শিকার হাত ছাড়া
কে পারে এই খেলা মানব জাত ছাড়া !