স্বপ্ন মেয়াদ
পুরোটা ঘুমের কিছুটা হয়তো স্বপ্নকে দিতে পারি,
পুরো জীবনের সব ভালোবাসা একা চাও কোনো নারী।
তিন ভাগ জল পুরো পৃথিবীর তৃষ্ণায় ঢালাঢালি,
এক ভাগ মাটি -সেও বহুভাগ পাথর অথবা বালি....
উজাড় হয়েছি তিনবেলা দিয়ে দেহ প্রেম বসবাস,
এক বেলা আমি আমার থেকেছি বলা চলে অবকাশ।
চারটি সিকির একটি না পেয়ে এতো অভিমান নারী,
পুরোটা ঘুমের সবটা কি আর স্বপ্নকে দিতে পারি ?
চারকোণা ঘরে খাট কতোটুকু প্রেম শুয়ে শুয়ে গোণে,
জ্যামিতি বক্সে কাঠ পেন্সিল ভোগের গল্প শোনে।