Print

সীমিত খেলার মানুষ

গ্রাম থেকে আমি রংধনু দেখে
ধরতে চেয়েছি, কতো
কতো দূর গেলে ধরা যাবে তাকে?
প্রশ্ন সমুন্নত।

ধরতে  ধরতে প্রবাসে ছুটেছি
কতো পথ, কতো দেশে
রংধনু সেতো মায়াজাল নিয়ে
রয়েছে নিরুদ্দেশে।

সূর্যের  সাথে বৃষ্টিরা যদি
মেতে ওঠে কোনো খেলায়,
আকাশ অব্দি মানুষ পেরেছে
ছুটে যেতে ওড়া ভেলায়।

দেখতে পেরেছে, ধরতে পারেনি
রংধনু যেন সসার,
নেই কোন তার ঘরবাড়ি আর
আরাম কেদারা বসার।

মানুষেরও নেই ক্ষমতা এমন
পৃথিবীর সব ধরে,
সীমিত খেলার অধিকার নিয়ে
মানুষ জন্মে, মরে।