সিঙ্গাপুরের মেঘ
সিঙ্গাপুরের মেঘ-মণিরা
ভীষণ পরিপাটি,
প্রতিদিনই ধুয়ে মুছে
রাখবে দেশের মাটি।
বাতাস ধোবে, ভবন ধোবে
সড়ক ধোবে আর
রোদের পালক-তাকেও ধোবে
বাহ্ কি চমৎকার!
সিঙ্গাপুরের মেঘ-বালিকার
আলসেমি নেই মনে
সকাল না হোক-বিকেলে ঠিক
ফিরবে আকাশ কোণে,
সাদা হাঁসের ঝাপটা দেয়া
জল ঝরানোর রীতি
সিঙ্গাপুরের মেঘের মাঝে
তেমন মন:বৃতি...
হঠাৎ খানিক ভিজিয়ে দেবে
আলতো গতিবেগ,
অনেক কিছুর মধ্যে দারুণ
সিঙ্গাপুরের মেঘ।