সঙ্গদোষে
জেনারেলদের গন্ধে মাতাল নাসিকা
সঙ্গদোষে স্বৈরশাসক, বঙ্গ পেলো
কঠিন স্বৈরশাসিকা...।
উন্নয়নে শুঁকছে নূপুর নাসিকা!
হে ইতিহাস, জবাই করা খাশি খা,
হে জনতা অক্ষমতা?
ভাগ্যদেবীর ভাগ্যরেখার রাশি খা।
বিচারবিহীন হত্যাকালীন গল্পকারের
প্রামাণ্য পাপ, ফাঁসি খা,
হে নিয়তি, বিপ্লবী দেশ, অসৎ মাসীর
পরকীয়ার প্রগল্ভতার প্রলুব্ধ মুখ
হাসি খা, হাসি খা, হাসি খা...
প্রতিরোধের গন্ধ কি পাও নাসিকা?
দমন, সমন, বমন পরিক্রমায়
শাসন-ভাষণ-ত্রাসন শহর-গাঁয়,
বঙ্গ মাতায় কঠিন স্বৈরশাসিকা,
শাসিকা, শাসিকা, শাসিকা...