শততম
প্রথম যেদিন পৃথিবীকে দেখা
সেই দিনটিতো ‘আর্থ ডে’
সেই স্মৃতিময় প্রীতিময় দিন
বছর শেষেই ‘বার্থ ডে’।
জন্ম-জীয়নে সুপ্রিয় দিন
শুভকামনায় জারিত
সবার আশিস্ জীবনটা হোক
সু সুখে সম্প্রসারিত...
আমোদ-প্রমোদে কেউ কেউ গোনে
বয়েসের ঢেউ কতোতম
অধিকের মুখে শুভ শুভাশিষ
জীবনটা হোক শততম।