সুফিয়া কামাল
মন-মমতায় মায়ের মতোই বাড়িয়ে আদর ডালা
বুক জড়ানোর সুখ দিয়েছেন সুফিয়া কামাল; খালা।
আমরা যারা গ্রাম মাড়িয়ে শহরবাসী ঢাকার
মাথার ছাতা ছিলোনা আর মাতৃপ্রেমে থাকার...
কোথায় পাবো অভিভাবক আদুরে ভাত, থালা
সেই দরোজা খোলাই ছিলোÑ সুফিয়া কামাল, খালা।
কবি ছিলেন, যুগ যাচনের এগিয়ে যাওয়া বাণী,
মায়ের শিশুর আধাঁর ঘোচা পথেরই সন্ধানী।
গিয়েছিলেন পায়রাবন্দে কাঁদেন শোকে, আর
স্মৃতির বিকাশ ঘটিয়েছিলেন বেগম রোকেয়ার।
পৈতৃকবাস, গ্রন্থপ্রকাশ নারীর জাগরণ
যা প্রয়োজন, দল বেঁধে সব দিলেন সেবা, মন।
সাঁঝের মায়া’র কবি তিনি সেবক বলে খ্যাত,
ছোটো-খাটো রোগ সারাতে জ্ঞাত বা অজ্ঞাত
হাজার মুখে হাসির চাবি খোলেন দুখের তালা,
এমন মানুষ অমর অৎর সুফিয়া কামাল, খালা।