Print

ঠিকানাহীনের ঠিকানা

(২৫ বছর পূর্তিতে নিবেদিত)
এক পাতা নয়, দুই পাতা নয়, শতেক পাতা আরও
এক কথা নয়, দুই কথা নয়, বিষয় যে হাজারো
এক যুগও নয়, দুই যুগও নয়, চলছে নিরন্তর,
একটি কাগজ, নাম ‘ঠিকানা’ প্রবাসী অন্তর।

ভিন্ন দেশে অভিন্ন সুর বাংলা ভাষার নদী
‘ঠিকানা’ ঠিক ধারণ করে চলছে নিরবধি।
তীরহারা কেউ হয়নি যতো সমস্যা সংকুল,
বাঙালিদের ঢের ভরসা বীর ‘ঠিকানা’র কূল।

বীরত্ব তার পাতায় পাতায়, ছাতায় রোদ ও মেঘ,
বজ্র কঠিন চলার পথে হয়নি নিরুদ্বেগ।
কী কী আছে পাতায় পাতায় সব কি বলা যায়?
বরং বলি কী নেই আহা বিশাল ‘ঠিকানা’য়।
‘এন’ দিয়ে যা নর্থ হয়েছে, ইস্ট হলো ‘ই’ দিয়ে
‘ডব্লিউও’-তে ওয়েস্ট এবং ‘এস’ মানে সাউথ নিয়ে
‘এন ই’ এবং ‘ডব্লিউও এস’ নিউজ হয়ে যায় ঠিক,
শব্দটিতেই জড়িয়ে আছে বিশ্ব-চতুর্দিক।

বিশ্বেরই সেই রাজধানীতে জন্ম ‘ঠিকানা’র
ছড়িয়ে গেছে, পড়িয়ে গেছে তথ্য, বিনা তার
সব বিষয়ের খবর ভরা সাপ্তাহিকী, ঝাঁপি
ভালোর ভালো, অপরাধীর হৃদয় কাঁপাকাঁপি,
সমাজ গড়ার কাজে যারা সত্য নিবেদিত
‘ঠিকানা’তে নিত্য তারা বড্ড প্রশংসিত।

ছবি আছে, কবি আছে, মূলধারা সংবাদও,
বাংলাদেশের পুরো ছবি ভালো-মন্দ, ফাঁদও
সাক্ষাৎকার, প্রবাস-ঘোরা ব্যক্তিত্বের কথা
প্রবাসিত, বিকশিত ফুটছে যথা তথা
না জানা সব মেধাবী মুখ প্রবাস বুকে সরব,
‘ঠিকানা’তেই দিচ্ছে জানানÑ বীর বাঙালির গরব।

গণমাধ্যম গড়তে এসে গড়লো আঙিনাও,
‘এবিসি’ যা আম বাঙালির কেন্দ্রমেলা, তাও
সাংগঠনিক কর্মে সচল শিল্প-সেমিনার
মিডিয়াতে মুখরতাÑ কত্ তো কাজের ভার...
কর্মজীবী, পেশাজীবী গুণ-পনাদের বুনন,
বনেদী সব সাংবাদিকের সঙ্গে মেধার গুণন
আছেন সরব জননেতা, ভোটের প্রতিনিধি,
ক্রীড়ার কৃতী তারকা মায় মানেন নিয়ম বিধি,
স্বাধীনতার মহান ব্রতী, মুক্তিসেনা সচল
কর্মবীরের কাগজঘরে ব্যর্থতা তাই অচল।

সঙ্গে আছেন শিক্ষাবিদও গবেষকের সারি,
শিল্পী-লেখক-সংগঠকে পাল্লা আরও ভারী।
প্রচার-প্রসার বিজ্ঞাপনে কর্মপাগল সেবী,
নেপথ্যে ঠিক আশীর্বাদে মা জননী, দেবী।

মা রয়েছেন দূর আকাশে, স্বদেশ ছিলো দেশে,
প্রবাস এলো সমাজ হয়ে, ‘ঠিকানা’ সন্দেশে।
দেশের মাটি বহুত দূরে মনের মাটি খোঁজা,
বাংলা-মাটি খুঁজে পাওয়া আজ হয়েছে সোজা
বয়েসটা আজ হোক না যেমন শিশু-যুবক-বুড়ো
হাত-নাগালের মধ্যে আছে বঙ্গ জগৎ, চূঁড়ো
বাংলা ভাষার বিশাল কাগজ জাগ্রত দ্বীপ-গ্রাম
প্রবাসসাগর দাপিয়ে দাঁড়ায় ‘ঠিকানা’ এক নাম।

সাদা পাতা, রঙিন পাতা, কমিউনিটি কেয়ার
চোখকাড়া সব বিজ্ঞাপনে, শীর্ষে সেরা কে আর?
বছর বছর পূর্তি শেষে, স্ফূর্তি করার দিন,
পাঠকমাঝে বাড়তে থাকে দায়িত্ব ও ঋণ।

নিয়ম মানা প্রবাস সমাজ, অনিয়মের ঘোরে
কিছু মানুষ লাটাই খেলে দম্ভ-গায়ের জোরে,
তাদের এমন নীল ভূমিকার  চিত্র আঁকার কাজে
‘ঠিকানা’ ঠিক সরব হলেই শত্রু ভাঁজে ভাঁজে...
অপরাধীই শিবির গড়ে, ব্যর্থ প্রতিরোধ,
অধিকাংশই অবশেষে বদলে ফেলে বোধ
নিয়ম মেনে চলতে শেখে, শত্রুতাকে ছেড়ে
কলম বুলি নিয়ে বা কেউ ‘ঠিকানা’তেই ফেরে।

এক পাতা নয়, দুই পাতা নয় শতেক পাতা আরও
এক কথা নয়, দুই কথা নয় বিষয় যে হাজারো
এক যুগও নয়, দুই যুগও নয়, চলছে নিরন্তর,
একটি কাগজ, নাম ‘ঠিকানা’: প্রবাসী অন্তর।
সঙ্গে আছে সহযোগী নানান প্রতিষ্ঠান,
এক পৃথিবীর হৃদয়-পটে ‘ঠিকানা’ অম্লান।