তড়পানি-১
যার যার সাথে আর বিবাহ ঘটেনি...
হঠাৎ তাদের সাথে
এক এক করে দেখা হয়ে যায়
একাকীত্বের ডানায়, ভাবনায়।
এ যেন স্বপ্নের পুনর্জন্ম,
নিয়তি যাদের নিয়ে একদা সুস্বপ্ন দিয়ে
বাড়া ভাতে ছাই দিলো,
তারা আবার হৃদয়ে তড়পানি আনে,
আমি কি ফিরবো ফের
হারানো আবেগ আর আগুন অনুসন্ধানে?
আলটপকা দেখাও যদি হয়
তুমি সেই প্রামাণ্য লাবণ্যময় দূরের আকাশ
ভেতরে অ-দেখা বৃষ্টিপাত, অথচ হাসছি
কুশল-কবিতাময় সাদাকালো সামাজিক সুযোগ্য সময়।
মানুষ লাটাই আর প্রেম তার ঘুড়ি,
সুতো ছিলো কালো সাপ , মেঘ গুড়-গুড়ি
আচমকা স্মৃতি মেঘে ভাঙা জুটি
উঁকি দিয়ে খেলে সুড়-সুড়ি ! খেলে সুড়-সুড়ি !