Print

ত্রি-যান সন্ধান

সড়ক পথে হঠাৎ নদী সেতুতো নেই, ডুবোচর,
জলপথে তাই ঢের প্রয়োজন এমন গাড়ি উভচর!

মানুষ যেমন পায়ের জোরে ছুটতে পারে বা তার
জল মাড়াতে হাত-পা ঝেড়ে জাহির করে সাঁতার...
এমন গাড়ি অভিনব অ্যামফেবিয়ান কার,
জলে এবং স্থলে তার সেবা উপহার,
আমরা খুঁজি অধিক সেবা ট্রাফিক জ্যামের ধাঁধায়
উড়াল গাড়ি পেলে পরে ছুটতো বিনা বাধায়
উভচরের গাড়িতে চাই নতুন ডানা, মাত্রা...
জলে-স্থলে-অন্তরীক্ষে এক গাড়িতেই যাত্রা!

বন্যা-প্লাবন; সড়ক বেহাল, সেতুর অভাব থাকনা
গাড়িতে আজ খুঁজছে মানুষ হাত-পা-বডি পাখনা...
বিজ্ঞানীরা দ্বি-যান দিলেন এবার ত্রি-যান দিন,
এমন গাড়িই আসল গাড়ি ‘একের ভিতর তিন’!

ডাঙায় চলে, জলেও চলে আকাশ-মেঘে সওয়ার
গাড়ি তোমার খুব প্রয়োজন ‘ত্রি-যান’ গাড়ি হওয়ার।