তুমি এভিনিউ তুমি স্ট্রিট
এভিনিউ ছেড়ে স্ট্রিট ধরে হাঁটি
হৃদয়ে আমার কর্তার ঠিকানাটি
কর্তাই বলি, যদিও রমণী তিনি,
তাহারই সঙ্গে হৃদয়ের বিকিকিনি।
তাহাতেই আমি উজাড় করেছি মন,
বিকিকিনি মানে তিনিইতো মহাজন।
পুরুষেরা দেবে, নারীরা নেবার তালে
নিয়ম হেঁটেছে নিয়মের বেড়াজালে
আমিও হাঁটছি তোমার আঙিনা ছু’তে
আজ রঙধনু রোদ-জল বিন্দুতে।
তুমি হাইল্যান্ড এভিনিউ থাকো, জানি
বের করে দাও বর্ষা বাহিত পানি,
সমতল থেকে উঠছি উরুর দিকে
কতো লাজবতী ছিলে যে শুরুর দিকে।
তিনভাগ আমি, এক ভাগ ছিলে ঋণ
সমানে সমান তুমি আমি রাতদিন।
সপ্ত আকাশ এখন তুমিতো সাত,
একটি ফোয়ারা কতো দেবে জলপাত!
পাঁচটি আঙুল, মুঠোর ভেতর আমি,
তুমি সংসার, আমি গৃহভার, ঘামি।
তুমি দেহ প্রেম, প্রপাতে খুলেছো গা’টি
ঘোরলাগা আমি এভিনিউ আর ক্রস স্ট্রিটে হাঁটি।