ইউনাইটেড স্টেট অব বুসমস্ বেঙ্গল
বিজ্ঞান বলছে এবারের স্রোত উল্টোমুখী।
জলবায়ু উষ্ণতার জন্যে কাঁপন লেগেছে চিদাকাশে,
চেতনার বরফ গলছে হিমালয়ে, অন্যান্য অদ্রীশে,
দুশ্চর পাহাড়ে দেখো নিদ্রোত্থিত নারীদেরও জয়-জয়কার।
পাহাড় জয়ের জাতি,
কলোনি ক্রিকেট দেখো হাতের মুঠোয়
সুউচ্চ ভবন নির্মাণেও ইতিহাসাকাশ,
নোবেল জুলিও কুরি, পদকের বিশ্বায়নে
বন্দিত বাঙালি পোষে সমুদ্র বিজয়।
ধর্মপ্রাণ তবে ধর্মান্ধের জিকির ঠেকানো সেতুবন্ধ দেশাচার।
কাঁধে কাঁধ মেলানো সম্প্রীতি , চকমিলানের প্রতিবেশ,
চোখের দৌরাত্ম শেষে মনের চৌকাঠে খোলে মিলন দরোজা।
দয়িত-দলিত দয়িতার শাসনে ভাষণ হয়তোবা বেশি,
দিব্যনারী দাবা খেলে
দিলখুশে দেখাবে কি দিনবদলের দিব্যলোক!
তবুও দুর্মর জাতি বিজয় চাতক।
সমুদ্রের বহু নাম, বারীন্দ্র বারীশ অথবা অর্ণব
এবারে নতুন নাম : অগ্নিজল,
বাড়ছে উচ্চতা তার, স্রোতের বিন্যাস নিয়ে
দক্ষিণাবহের ভয়ে, ১০ নম্বর মহাবিপদ সংকেতের চেয়েও
জলবায়ুর উচ্চতা দোষে অধিক ফুঁসছে নিঃস্বর ধরিত্রী।
আর এক হাতে চেতনা বরফ গলা হিমালয়,
অন্য হাতে প¬াবন মথিত ধিঙ্গী বঙ্গোপসাগর
মাঝখানে ধূরীন বাঙালি জাতি,
আগামীর অতন্দ্র বিস্ময়,
মাহাত্মের মোকাবেলা দিয়ে ঠেকাবে দুরিত কালস্রোত,
দেখাবে পতাকা বুকে রক্তাক্ত তারার বৃন্দ ইতিহাস,
বহির্বিশ্বেও বিস্ময় ব্র্যাভো ! একটি বিজয়ী নাম
ইউনাইটেড স্টেট অব ব¬ুসমস্ বেঙ্গল !
বিজ্ঞান বলছে এবারের স্রোত উল্টোমুখী
যেমন গ্রাম সাধারণ দখল নিয়েছে শহরের,
ছাতামার্কা পুরোন পতাকা তলে লাল ঝান্ডার মিছিল,
ইলিশের স্বাদ নিতে অপর বাংলায় প্রাণ যোগানোর উৎসব,
সমুদ্রের লোনা পানি খোঁজা উজানের নদীতেও
ওলট-পালট অবগাহন,
প্রবাসিত নতুন প্রজন্মে পাশ্চাতের তীর ধনুক, সম্প্রীতি
বহুমুখী শক্তির সান্নিধ্য, এ এক অনন্য অণু,
আত্মার সত্ত্ব¡ারা মিলে এ এক অভিন্ন পরমাণু
হয়তো নিবন্ত দেখো, কিন্তু জলনের অঙ্গীকারে নিভৃত দামিনী।
বহির্বিশ্ব বোঝে বিবর্তন, বোঝে বিস্ময়ের ব্র্যাভো
প্রকৃতির দলন দেখেও দ্রোহের চেতক জাতি
একদা মানেনি বঙ্গভঙ্গ, না মানার সুর আজো সুতীব্র গভীর।
পূর্বাভাষের বেলুন উড়ানিয়া কণ্ঠে জুড়ছে আবেগ,
উড়ছে শে¬াগান
দধ্যুন্ন অথবা দুধ মাখা ভাত খেতে একটি আসন্ন নাম
ইউনাইটেড স্টেট অব ব¬ুসমস্ বেঙ্গল,
উল্টো জল, উল্টো বায়ু,
উল্টো তাপ, উল্টো আয়ু,
উল্টো স্রোত, উল্টো রোদ,
উল্টো ঘাম, উল্টো বোধ
বাঙালির মুকুলিত অবাধ স্বরাজ
আসছে ঘোষণা ডাক, সাগর-নেতৃত্ব, কণ্ঠও দরাজ...