উপদেষ্টা
এই করে খায়
সেই করে খায়
কতো মানুষ ‘নেই’ করে খায়
নেই মানে নেই কাজ রেগুলার,
কি দেবো জবাব ভান এগুলার
আজকে এ কাজ
কালকে ও কাজ,
আজকে ফকির কালকে সে রাজ ।
নেই কাজ-নীতি
আছে রাজনীতি
সব কাজে আছে, পুরোটায় নেই
সব কাজে ছোটে হেই হেই হেই
দেন দরবার
দাও করবার
কাজ করে দেবে,
তারপরে হাওয়া
(একক পেশায়) যাবে নাতো পাওয়া।
এখানে একটু
হোথা আরেকটু
এভাবে জীবন, কাজের তেষ্টা
এখানে ওখানে হে উপদেষ্টা. . . .
এই করে খায়
সেই করে খায়
খাচ্ছে সমাজ, খাচ্ছে দেশটা।