ভ্যাম্পগার্ল
আইটেম গার্লরাই এখন গুলিয়ে খাচ্ছে
ভ্যাম্পগার্লদের রসস্বাদ, রুটি-রুজি
তারাইতো বক্ষ বিভাজিকা, বিল্লোল কটাক্ষে নাচে।
সাজঘর নাচঘর আজ তাদের দখলে।
তাদের দেহেই খেলে খ্যামটা নাচের তাবৎ ভণ্ডামি।
নর্তকী শব্দটি আছে,
তবে তা ঢুকেও পড়েছে নান্দনিক নায়িকার ঘরে।
বাঈজী হারানো সব সৃজন শহরে,
সংসারে রমণ ঢুকেছে চোরা অভিসারে।
জাদুঘরে চলে গেছে ‘হেলেন, কুইন অব দ্য ভ্যাম্পগার্লস।’
জিপসী নাচের ধাচে কালজয়ী মেহবুবা, মেহবুবা
ভারি বক্ষদেশে বিন্দু বিন্দু উদ্দীপিকা মোনা ডার্লিং
কল্পনার মদির কটাক্ষে রাম্বা হো, হো হো
সব আছে, তবে রবগুলো বদল করেছে দেহ।
গুরুবক্ষ, মদির কটাক্ষ নিতম্বিত নৃত্য ছাড়া
এখন নায়িকা বেমানান।
বস্ত্র সংকটে তারা, বেলি ড্যান্সে খোলে সশস্ত্র শরীর।
ভয় হয় কামার্ত প্রজন্ম নিয়ে।
চিত্রনায়িকার থেকে ব্যক্তিনায়িকারা যদি
বিভাজিতা বক্ষনৃত্যের রসদ নিয়ে সমাজ নাচায়,
ভ্যাম্পগার্ল সে তো গহীন খাঁচায়
আর নন্দন নৃত্যের ধারা, মনন-অনন মুদ্রা
কে তাকে যতন দেবে, কে তাকে বাঁচায়!