Print

মৃত্যু ও শয়তান

মৃত্যু, এক বেয়াদব বেড়ালের বড়ো বোন
পাড়ায় পাড়ায় ঘোরে প্রকৃতি প্রেমিক মানুষের পাশে
আসে অতি সন্তর্পণে যেন দাপ্তরিক ভ্রমণে নেমেছে
থেমেছে কোথাও যদি
অমনি আগুন চোখে গিলে খায় শরীর-পাত্রে রাখা
স্বাদময় দুধ-সাদা টাটকা আত্মা।
বেড়াল, সে এক শয়তান বটে
যা ঘটে জীবনে তার, বর্ণনার নেই কোনো শেষ।
রাতে বিছানাতে পাশে এসে শোয়, সকালে
আবার বাবার নির্মাণ কাজে ব্যাঘাত ঘটায়
বিশুদ্ধ বালুতে গিয়ে গোপনে জমায় পেটের দুর্গন্ধ,
মানুষের কানে তুলে দেয় কুমন্ত্রণা মিঁউ মিঁউ মিঁউ...
প্রতিযোগী ভেবে
ইঁদুরের সিঁদুর মুছিয়ে দেয় করুণ থাবায়
ভাবায় ভীষণ পরিবারে,
ভেবে ভেবে মানুষ বানায় ইঁদুর মারার কল, বিষাক্ত ওষুধ।
                          

পুরো বই মানে পুরো পৃথিবীর নদে-হ্রদে চোখ নামে?
কবির চিকন জীবনপঞ্জি ফ্ল্যাপের আড়ালে ঘামে।