সুটকেস বন্ধু
ভ্রমণ মানেই ছিলো সুটকেস গোছানোর উৎসব।
প্রত্যাবর্তন মানেই সুটকেসানন্দ, কৌতুহলে বুঁদ সব
কী কী এলো নতুন আরাধ্য, উপহার, প্যাকেট তৈজষ
বন্ধু সুটকেস ভালো জানে আমার ভ্রমণানন্দ, বই যশ!
তবুও জানে না সব শেষ ভ্রমণের বিমূর্ত যাত্রায়
কে আর বন্ধুকে নেবে, সুটকেসসঙ্গ কে তাকে হাতড়ায়?