ঘৃত বাসনা দেহ থেকে দুধের জনম, দুগ্ধ থেকে ঘৃত,আত্মা ছিলো ঘি-পাগল, বিশুদ্ধ অমৃত।আত্মা গেলে দেহের বিদায় সাবান আতর দিও,একটু খানিক ঘি মাখাবে যা ছিলো সুপ্রিয়।একটু মৃদু কাব্য দিও, মৃত্যুসহা কানে,হয়তো শরীর অপেক্ষাতেই কবিতা সন্ধানে।