হে হুঁশিয়ার
কবি ফররুখ আহমদ ও কবি শক্তি চট্টোপাধ্যায়কে
আধেক মরা রাতের বুকে সড়ক একা ঘুমিয়ে থাকে
ট্রাফিকেরও আইন আদালত মুখ থুবড়ে শরীরটাকে
এলিয়ে রাখে,
হঠাৎ গলা কার!
হে হুঁশিয়ার, হে হুঁশিয়ার...
রাতের বুকে বসিয়ে ছোরা মাতাল রেল বাজায় সিঁটি
পাহারাদার দিচ্ছে হাঁক, (ভাবনাগুলো একটি চিঠি)
ক্যান সে হাঁকে?
কিসের হাহাকার?
হে হুঁশিয়ার, হে হুঁশিয়ার...
সময় বলে প্রেমিক তুমি ব্যর্থ চিঠি বন্ধ করো
নেভাও আলো, জীবন এঁটে অসচেতন ঘুমিয়ে পড়ো।
আবার গলা
ঠেকাও পারাপার
হে হুঁশিয়ার, হে হুঁশিয়ার...