Print

দেহসঞ্চয়

বাড়ির থেকে বাহির হ’য়ো পোশাক থেকে নয়,
পরীর সাজে সিক্ত নারী সমাজ সমন্বয়. . .

নারী মানেই বৃক্ষ বটের, ছায়াও সনাতন,
প্রেমিক পথিক বাঁশি’অলা, ভিড়বে পান্থজন
কোলে কোলে পাখি শিশু, পূর্ব পুরুষ তারাও
বটের ছায়ায় কন্ঠ খোলে, দাঁড়াও, সাথী দাঁড়াও . . .


বৃক্ষে আছে লতা-পাতা, মূলত্র বা শিকড়
খুব গোপনে মাটির ভেতর নগ্নতা রূপ নিগঢ়।
প্রকাশ্য তার দেহও আছে সবুজ শ্যামলিমা।
দেহের ওপর বাকল আছে পর্দা-পরিসীমা।

বাড়ির থেকে বাহির হ’য়ো পোশাক থেকে নয়,
মুগ্ধতা-কে মানুষ করো, দেহ-কে সঞ্চয়. . . . .