Print

নগদে ডাক এলে

সকালে ফোন দিও, বিকেলে মন দেবো

দুপুরে ভাবনার কিছুটা অবকাশে

এড়িয়ে ভাত ঘুম     বাজাবো মন-বাঁশী,

সাজাবো মন-পাখি যেন সে ডেকে ওঠে

প্রেমের পদাবলী, নগদে ডাক এলে

প্রভাত শিশুদের সকাল কিশোরের

দুপুর তরুণের বিকেল যুবকের,

গোধূলী যুবতীর বনানী  সুগভীর

সেখানে মোলাকাত সবুজ সংলাপে,

ঘাসের শ্বাস ভরা     উজাড় বন দেবো

সকালে ফোন হলে বিকেলে মন দেবো।

সূর্য শু’তে গেলে বিরহে আলো কাঁদে,

আমারো শোয়া মানে স্মৃতিকে গুলে ফেলা,

প্রবীণ চশমাতে ঝাপসা ভালোবাসা...

বরং জেগে ওঠো ভোরের কাঁচা মন

প্রেমের  নবায়ন হোক না প্রতিদিন

হোক তা জনে জনে অথবা একজনই,

এ বেলা বুক করো ও বেলা বুঝে নাও

প্রেমের  খাঁচা-পাখি সালিশে খুঁজে নাও

নিজেকে নিবেদন, নিজেকে পণ দেবো

সকালে ফোন দিও, বিকেলে মন দেবো...

মনের পুঁজিগুলো সহজে লোন দেবো

সকালে ফোন দিও বিকেলে মন দেবো।