Print

লাভ ইন ইন্টারনেট

ডিস্কের  প্রেম রিস্কেই থেকে যায় ।

কম্পিউটার বোঝে না তাবৎ

সিপিইউ সেতো মূর্তি-মানবী,

মন-মগজের মানবিক মাথা নয়।

ডিস্কের প্রেম রিস্কেই থেকে যায়।

 

তাজা ল্যাপটপে

ই-মেলে ফিমেলে প্রেম ছিলো একাকার,

ব্রাউজিং শেষে মেলানো স্বপ্নমুখ

দু’চোখে আঁকলো একটি বাড়ির প্লট,

দুইটি প্রাণীতে বাইনারী ডিজিটের ভালোবাসা সম্মুখ।

ভরা মনিটর মনকে ভরালো ভাবে,

মাউসের  হাতে দেহকে দাবানো সুখ,

সিডিরমে তুমি সিনেমা রাঙানো ইনপুট মেমরির

স্যাটেলাইটের নেটওয়ার্কেও সবটাতে উন্মুখ।

এতো মায়াময়, এতো সফ্ট তুমি, শুধু প্রেম-প্রসেসর,

তবু হাতছানি-শাট্ডাউনের সমাপনী  ক্লিক,

                ক্লোজ বাটনেও সব ঠিকঠাক

তবে সেই ভুল-সংরক্ষণে, সেভ না করার

ভুলের মাশুলে, নাকি বিরহের ডিলিট ছোঁয়ানো

ইচ্ছে কমান্ড? প্রিন্টারে দেখি

সব সাদা শ্রম, মন-বোতামের ছোঁয়া-সুইচের

সাদা চোখ-দেহ, ফ্লপি ভাইরাসে মরা মনিটর,

স্মৃতিডট  সব একযোগে অসহায়!

ডিস্কের প্রেম রিস্কেই থেকে যায়।