Print

এই নাও পার্বণের প্রতিশ্রুতি

জাদুশিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ সুহৃদয়েষু

 

এই নাও হিরন্ময় সুখ, পার্বণের প্রতিশ্রুতি।

শরৎ-সকাল পবিত্রতা, সাদা সূর্যোদয়,

সারাদিন সারারাত সারাটা সময়

শুধু তুমি হয়ে জেগে থাকা।

তোমাকে আকাশ ভেবে ছুঁড়ে মারি দৃষ্টির গুলতি।

নীল রুমালের নিচে দুলে ওঠে মেঘের বেণীরা

বিদ্যুতের ফলা হয়ে নেমে অসে চোখের পারদ,

শরীরে কাঁপন এলে একলা গোপন রাতে

নগ্ন আবেগে মেলে দাও

আধখানা দুধ-সাদা চাঁদ,

সূর্যের কৌমার্য আলোয় ভিজতে চাও, ভেজো

আগামী সকালে হবো তোমার শরীরে মাখা পড়ন্ত রোদ্দুর।

এই নাও সর্বশেষ সংলাপ, অতিপ্রিয় ঠোঁট।

রজনীগন্ধার সাথে তুলে দেবো মাসের হিসেব

লুফে  নাও স্বচ্ছলতা এক পুরুষের দুশো ছয়টি হাড়ের শ্রম

এই নাও মনের মনিকা, প্রিয় শিল্পী

এই  নাও হিরন্ময় সুখ, পার্বণের প্রতিশ্রুতি।