বৃষ্টি-বিরহ তুমি তো গৌণ করো না আমার মৌন মিছিল ঝর ঝর ঝরে বৃষ্টি বিরহ পথটা পিছিল। পর্দা সরিয়ে তাকাও, দাঁড়িয়ে দূর দু‘তলায়, বাহির দেখলে, দেখলে না এই মন উতলায়। বৃষ্টি বিরহে বুক ভেজা হাঁটা বলো কী মানায়? দাও ঠাঁই আর দাও অধিকার স্বীয় সীমানায়।