Print

সৃষ্টির সুবর্ণ সুখে

আফজাল হোসেন ও ইমদাদুল হক মিলন সুহৃদবরেষু

 

হার্দিক শুভেচ্ছাসহ পাঠানো তোমার চিঠি: কোনো এক ঘাসের সবুজে বনে

অবুঝ হবার পালা শুরু হোকÑ এমন রঙিন এক মৃদু আহ্বান।

পেয়েছি পেয়েছি করে শ্লোগান দিয়েছি গতকাল, যেন লটারিতে জেতা

দু’কোটি টাকার বিমূর্ত উচ্ছ্বাস। পূর্ণতা এসেছে আজ অভাব ও অনুভূতির

বিরাণ আঙিনায়। রৌদ্র তার কড়কড়ে মোটা কাপড় খুলেছে আর বাড়িয়ে

দিয়েছে বিকেলের দেহঘাম। শুদ্ধতায় শোভন পোশাকে আমি মেখেছি সুগন্ধ,

পাদুকা সমেত যেন উড়ে যাচ্ছি সবুজ মাঠের দিকে। নির্ভুল প্রেমের কাছে

ধাবমান হতে গিয়ে ভাবনার ঘুড়ি ওড়ে আমি আর আমার একার নই,

আহারে জীবন ‘তু বড়ো খতর নাক্’। সমস্ত পৃথিবী আজ করেছি বিজয়।

হঠাৎ কলম বলে, বিজয়ের  এই হাসি বাসী  হওয়ার  আগেই হোক কাগজে

মুদ্রিত। নচেৎ মরণ হবে এমন ইতিহাসের।

আমিও চালাক বড়ো, হৃদয়ের পূর্ণতায় প্রেমের ফলক উন্মোচনে তুলে নেই

কাগজ কলম। অতঃপর অনুভূতি কাব্য হয়ে মেলে ডানা। আহারে আমার প্রেম

কেড়েছে হঠাৎ কাগজ ও কলমের  নিগূঢ় সখ্য। নিজেকে দেখছি আজ ঘাসের

সবুজে বসে নয়, শব্দের শরীরে রাখা কামনীয় দেহ, ছন্দে ছন্দে ক্রমশ তলিয়ে

যাচ্ছি সৃষ্টির সুবর্ণ সুখে।