হঠাৎ লুণ্ঠিত হলে
তুমি জলোচ্ছ্বল গতিময় নদী হলে
আমি পলিমাটি ছোঁয়া এক পৃথক পৃথিবী হবো।
তুমি কাঁটাহীন নির্দোষ গোলাপ হলে
আমি প্রতিদিন-প্রতিভোরে শহীদ মিনার হবো।
তুমি সকালে হঠাৎ বৃষ্টি, বিকেলের রৌদ্র হলে
আমি সুদূরের নীলাকাশ শাড়িতে রংধনু হবো।
তুমি ভাওয়াইয়া গীত, কাজল ভোমরা হলে
আমি লোকালয়ে সুরে সুরে মরমী আব্বাস হবো।
তুমি কবিতা অথবা নিরিবিলি নীরা হলে
আমি কলম ও প্রেমে শেষে সমৃদ্ধ সুনীল হবো।
তুমি লাল-সবুজের আঁকাবাঁকা উড়ন্ত পতাকা হলে
আমি দুরন্ত দাঁড়ানো এক সভ্যতার স্তম্ভ হবো।
তুমি মধ্যরাতে অস্ত্রমুখে হঠাৎ লুণ্ঠিত হলে
আমি বিদ্রোহী মিছিল হবো, কেবল মিছিল হবো...।