প্রেমোক্তি
এক
আমি যদি আনি
নদীর গভীর থেকে শুভেচ্ছার জল;
তুমি ঢালো সেখানেই
মরুদেশ থেকে আনা বালি,
আমি যদি আনিÑ
তোমাকে ছোঁয়াবো বলে কামনার বল,
তুমি শুধু দিতে থাকো
বিরহের দ্রুত হাততালি।
দুই
তুমি চাইলে, তুমি কেমন করে চাইলে
আমি কেমন করে রাখবো ধরে বলো?
রোদ চাইলে মেঘেরা দেয় জল
গাছ চাইলে ফুলেরা দেয় ফল।
পতি চাইলে জায়ারা দেয় উম্
মন চাইলে চোখেরা দেয় ঘুম।
তুমি চাইলে, তুমি কেমন করে চাইলে
আমি কেমন করে রাখবো ধরে বলো?
তুমি চাইলে, তুমি বিরহ দিতে চাইলে
আমি নিরীহ চোখে পারবো দিতে জলও।