দেহ ফোটা গান
ডুবুরীরা যায় অতল গভীরে
সাগরের দিকে নদী,
শাসক যেভাবে হাত্ড়ে বেড়ায়
সোনালী শখের গদি
সেভাবেই সব সুন্দরী যায়
অর্থের মৌচাকে,
কত কবিতায় শত উপমায়
সাজালাম কত কাকে
এ্যাকুরিয়ামের মাছ হয়ে ভাসে
রঙিন আঁশের মেয়ে
কবিতা হয়েই ক্যামেলিয়া হাসে
দেহ ফোটা গান গেয়ে।
রূপসীরা বুঝি রচনার রসে
পাশে এসে হাসবে না,
দু’হাতে দারুণ কবিতা এলেও
ববিতারা আসবে না।